Monday, November 9, 2015

জেনে নিন ,চুরি হওয়া ল্যাপটপকে চোরের হাত থেকে রক্ষার উপায়!

নিজের ল্যাপটপটি চুরি হয়ে যাওয়ার মত কষ্ট আর হয় না। মনে হয় দুনিয়াটাই যেন আপনার কাছ থেকে ছিনিয়ে নেয়া হয়েছে। তবে আপনার চুরি হয়ে যাওয়া ল্যাপটপকে ফিরিয়ে আনার কিছু চেষ্টা আপনি করতে পারেন। ভাবছেন কীভাবে? চোর একবার নিয়ে তা কি আর সম্ভব? হ্যাঁ, তা সম্ভব না। তবে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় একেবারে অসম্ভবও না। আসুন জেনে নিই কীভাবে রক্ষা করবেন আপনার চুরি হয়ে যাওয়া ল্যাপটপটিকে।
ল্যাপটপের চোরটিকে ধরার সবচেয়ে কার্যকরী একটি উপায় হল আপনার ল্যাপটপে লোকেশন ট্র্যাক এর প্রোগ্রামটি চালু করে রাখুন। এতে করে চোর ল্যাপটপটি কোনো ওয়াইফাই জোনে চালু করার চেষ্টা করলে মুহূর্তেই খবরটি পেয়ে যাবেন আপনি। কেননা এর ফলে জায়গাটি নির্দিষ্ট করবে পাশাপাশি ল্যাপটপের ওয়েবক্যামটির মাধ্যমে ব্যবহারকারীর ফটোও আপনার মেইলে পৌঁছে যাবে।
আপনি যদি আপনার ল্যাপটপটিতে ল্যাপটপ কপনামক একটি প্রোগ্রাম ইনস্টল করে রাখেন তাহলে খুব সহজেই ব্যবহারকারীর কর্মকান্ড ইমেইলের মাধ্যমে ধরে ফেলতে পারবেন। এটি আপনাকে ব্যবহারকারীর বিভিন্ন কর্মকান্ডের স্ক্রিণশট ইমেইলে পাঠিয়ে দেবে। এই স্ক্রিণশটগুলোকে কাজে লাগিয়ে আপনি আইনের আশ্রয় নিয়ে চোরকে খুঁজে বের করতে পারেন।
আপনার প্রিয় ল্যাপটপটির নিরাপত্তার জন্য সবসময় এর সিরিয়াল এবং মডেল নম্বরটি স্মরণে রাখুন বা কোথাও লিখে রাখুন। হারিয়ে যাওয়া ল্যাপটপটি উদ্ধারে এই নম্বরগুলি আপনাকে যথেষ্ট সাহায্য করবে।
যদিও এই উপায়টি খুব বেশি জোরদার নয় আপনার হারিয়ে যাওয়া ল্যাপটপটি উদ্ধারে তবুও এই কাজটি করে রাখতে পারেন। হার্ডওয়ারে আপনার নামটি লিখে রাখুন এবং এর জন্য শক্ত পাসওয়ার্ড ব্যবহার করুন।
আপনি যদি ল্যাপটপটির মাধ্যমে কোনো সোশ্যাল মিডিয়াতে কাজ করেন তাহলে খেয়াল করে দেখবেন ব্রাউজারটি মাঝে মাঝে লগইন হয়েই থাকে। এর জন্য আপনি আপনার পাসওয়ার্ডটি কিছুদিন পরপর পরিবর্তন করতে পারেন। যদিও এটি অনেক ঝামেলাপূর্ণ তবুও আপনার ল্যাপটির নিরাপত্তা বজায় রাখে।
ইনবক্স থেকে পাসওয়ার্ড ডিলিট করুন :
আপনার পাসওয়ার্ডটি স্মরণে রাখার জন্য তা কখনই ইনবক্সে সেভ করে রাখবেন না। এটি ল্যাপটপটির নিরাপত্তা নষ্ট করে। তাই ইনবক্স থেকে পাসওয়ার্ডটি ডিলিট করুন।

ল্যাপটপ হারিয়ে যাওয়া অনেক কষ্টকর কিন্তু এতে থাকা বিভিন্ন ডকুমেন্টস, ছবি হারিয়ে যাওয়া আরও বেশি কষ্টকর। তাই আপনার ল্যাপটপে থাকা যাবতীয় কিছুর ব্যাকআপ রাখুন। ল্যাপটপ চুরি হলেও তথ্য যেন না হারায়

Saturday, July 11, 2015

জেনে নিন কিভাবে ফেজবুকের ফেক আইডি সনাক্ত করেবেন

সামাজিক মাধ্যমফেসবুকে এখন বর্তমান প্রজন্মের অনেকেই আসক্ত। আর এই আসক্তির অসৎ সুযোগনিচ্ছে এক শ্রেণীর মানুষ। অনেকেই ফেসবুকে নকল প্রোফাইল খুলে নিজেদের নামপরিচয় বদলে প্রেমের প্রতারণা, অর্থ প্রতারণা, ব্ল্যাকমেইল সহ নানান অপরাধকরছে। স্কুল কলেজ পড়ুয়া কম বয়সী ছেলে মেয়েরা অনেকেই এই ফাঁদে পা দিয়েফেলছেন। ফলে নিজের জীবনে অনেকেই ডেকে আনছেন বিপর্যয়।
মনে প্রশ্ন জাগতে পারে কীভাবে সনাক্ত করা যাবে ফেসবুকের প্রোফাইল আসল নাকি ভুয়া সেই সম্পর্কে।ফেসবুকের ভুয়া প্রোফাইল সনাক্ত করার আছে কিছু সহজ উপায়। আসুন জেনে নেয়াযাক ফেসবুকে ভুয়া প্রোফাইল সনাক্ত করার সহজ কিছু উপায় সম্পর্কে।
প্রোফাইল পিকচার
ফেসবুকের ভুয়া প্রোফাইল সনাক্ত করার একটি কার্যকরী উপায় হলো প্রোফাইলপিকচার গুলো ভালো ভাবে দেখা অধিকাংশ ফেক প্রোফাইলের ছবিতেই খুব সুন্দরীনারী অথবা হ্যান্ডসাম পুরুষের ছবি দেয়া থাকে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই সেইছবির মান খুবই খারাপ থাকে। খুব বেশি প্রোফাইল ফটোও থাকে না এই ধরনেরপ্রোফাইলে। হাতে গোনা ১০/১২টা ছবির বেশি থাকে না প্রোফাইল পিকচারএ্যালবামে। এক্ষেত্রে ছবিটি গুগল ইমেজে সার্চ দিয়ে দেখতে পারেন ছবিটি আরোকোথাও পাওয়া যায় কিনা। অধিকাংশ ক্ষেত্রেই গুগল ইমেজে সার্চ দিলে দেখা যায়পাকিস্থানি কিংবা তামিল নায়ক নায়িকাদের ছবি দিয়ে প্রোফাইল পিকচার বানানোহয়েছে।
ছবির এ্যালবাম
ফেসবুকের নকল প্রোফাইলে ছবির এ্যালবামথাকে না সাধারণত একটি আসল প্রোফাইলে বিভিন্ন অনুষ্ঠাম, উপলক্ষ্যের ছবিরএ্যালবাম থাকে যেগুলো নকল প্রোফাইলের ক্ষেত্রে থাকে না। এ্যালবাম থাকলেওনিজের ছবির বদলে ফুল, পাখি, প্রাকৃতিক দৃশ্যের ছবি দিয়ে এ্যালবাম বানিয়েরাখে ফেক প্রোফাইলধারীরা।
বন্ধুদের সাথে কমেন্ট আদান প্রদান
আসলফেসবুক প্রোফাইলে স্বাভাবিক ভাবেই স্ট্যাটাস ছবিতে বন্ধুদের সাথে প্রচুরকমেন্ট আদান প্রদান করা হয়। কিন্তু নকল ফেসবুক প্রোফাইলে এধরনের কমেন্টেরআদান প্রদান কথোপকথন থাকে না। নকল প্রোফাইলের ছবির নিচে কিংবা স্ট্যাটাসেকমেন্ট থাকলেও তা শুধু প্রশংসা বাক্যই থাকে অন্য কোনো ধরনের বাক্যালাপলক্ষ্য করা যায় না নকল প্রোফাইলে।
ফ্রেন্ড লিস্ট
ফেসবুকের ভুয়াপ্রোফাইল সনাক্ত করতে চাইতে ফ্রেন্ড লিস্ট দেখুন। ফ্রেন্ড লিস্টে যদিঅধিকাংশ মানুষই বিপরীত লিঙ্গের হয় তাহলে বুঝে নিন সেটা ফেক প্রোফাইল। কারণএকটি আসল প্রোফাইলে নিজের লিঙ্গ এবং বিপরীত লিঙ্গের বন্ধু মধ্যে একটিসামঞ্জস্য থাকে।

বেসিক ইনফো
নকল প্রোফাইলে অধিকাংশ সময়েই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় চাকরীর তথ্য পাওয়া যায় না। মাঝে মাঝে এমন সব স্কুলকলেজের নাম দেয়া থাকে যেগুলোর কোনো অস্তিত্বই নেই। আবার অনেক সময় অনেক ভালোস্কুল কলেজের নাম দেয়া থাকে কিন্তু কোনো ব্যাচমেটকে ট্যাগ করা থাকে নাসেখানে। এমনকি কোন ব্যাচ ছিলো সেটাও লেখা থাকে না সেখানে।