Wednesday, April 1, 2015

মশা মারার ফাঁদ

মশার খাঁচা বানানোর জন্য যা যা লাগবে:
১.দেড় থেকে দুই লিটারের প্লাস্টিকের বোতল
২.পানি এক কাপ
৩.ব্রাউন সুগার এক চতুর্থাংশ
৪. ১ গ্রাম ইস্ট ।
যেভাবে বানাবেন:
প্লাস্টিকের  বোতলটি ২ ভাগ করে কেটে নিন। পানির সঙ্গে ব্রাউন সুগার মিশিয়ে মিশ্রণটি রেখে দিন একটু চাইলে হাল্কা কুসুম গরম পানি নিতে পারেন সেক্ষেত্রে ঠাণ্ডা করুন পুরোপুরি। ঠাণ্ডা হলে বোতলের তলায় ঢেলে দিন। ইস্ট ঢেলে দিন।
 ইস্ট কার্বন ডাই অক্সাইড তৈরি করবে, যা কিনা মশাদের জন্য খুবই আর্কষনীয়। এবার বোতলের মুখ বা ফানেল অংশটি বোতলের ওপর ছবির মত উল্টো করে বসান। ইচ্ছা হলে মজবুত করার জন্য টেপ দিয়ে আটকিয়ে দিতে পারেন। এবার বোতলের নিচের অংশটি কালো কিছু দিয়ে মুড়িয়ে দিন। কালো টেপ দিয়েও মুড়িয়ে দিতে পারেন। কেননা কালো রঙ মশাদের আর্কষন করে। অন্তত ২৪ ঘন্টা ইস্টকে ফারমেনট হবার সুযোগ দিন। পানিতে বুদ বুদ বা ফেনা উঠলে বুঝবেন যে হয়ে গেছে।

ফাঁদটি এবার  রেখে দিন আপনার ঘরের কোথাও যেখানে বেশি মানুষের সমাগম সেখানে রাখলে ভাল হয়। তাহলে দেখবেন কেমন করে এ ফাঁদে আটকা পড়ে। এই ব্যবস্থায় ভাল ফল পাওয়ার জন্য ২ সপ্তাহে পরপর পা দিন, চিনি ইস্টের মিশ্রণটি বদলে নিন।

No comments:

Post a Comment